৭ দিনে ব্রণ দূর করার উপায়

৭ দিনে ব্রণ দূর করার উপায় - ব্রণ সমস্যা এখন প্রায় একটি ব্যক্তির মাঝেই রয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বরন বা কালো দাগ খুবই বাজে একটি অভিজ্ঞতা।
৭ দিনে ব্রণ দূর করার উপায়

এই সমস্যাকে, কেন্দ্র করে বাজারে রয়েছে অনেক ধরনের মেডিসিন যা ব্যবহারে সমস্যা আরো দীর্ঘ স্থায়ী হতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে।

তবে আমাদের পরামর্শ হলো বাজারে যে ধরনের মেডিসিন রয়েছে বা ক্রিম রয়েছে এগুলো ব্যবহার না করে ঘরোয়া উপায়ে মাত্র ৭ দিনে বরং দূর করা যাবে।

চলুন তাহলে জেনে নেয়া যাক, ৭ দিনে ব্রণ দূর করার উপায় সম্পর্কে।

লেবুর রস: লেবুতে রয়েছে ভিটামিন সি। ভালো করে লেবুর রস সরাসরি মুখের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন।
পনের ো থেকে বিশ মিনিট পরে সাদা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দিনে কয়েকবার লেবুর রস মুখের দাগ যুক্ত স্থানে লাগিয়ে একই নিয়মে ধুয়ে ফেলুন। মাত্র ৭ দিনেই আপনার ব্রণ সমস্যার সমাধান হয়ে যাবে।


মধু ও পাতিলেবু: এক চামচ মধুর সঙ্গে এক চামচ পাতি লেবুর রস মিশিয়ে নিবেন। এই মিশ্রন মুখের কালো দাগের উপর হালকা ভাবে লাগিয়ে নিবেন। 
এ কল্পনা থেকে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ইনশাআল্লাহ মাত্র সাত দিনে ই ব্রণ ভালো হয়ে যাবে।

টমেটোর রস ও পাতিলেবু :  এক চা চামচ পাতিলেবুর সঙ্গে টমেটোর রস মিশিয়ে নিন এক চামচ।

এই মিশ্রণটি যদি এক চা চামচ ওটমিল দিয়ে নিতে পারেন তবে আরো ভালো ফলাফল মিলবে।

মুখের দাগের অংশে এই মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট পরে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দিনে দুবার এই মিশ্রণটি লাগান সাত দিনে ব্রণ ভালো হবে।


ব্রণ দূর করতে লেবুর উপকারিতা:  পাঠকবৃন্দ লেবুতে যে স্ট্রাইট্রিক এসিড থাকে, এটি ত্বকের উপর একটি অদৃশ্য সুরক্ষা বাচক তৈরি করে।

সে সঙ্গে ব্রণ বা ফুসকুড়ির কারণ হিসেবে কাজ করে যেসব ব্যাকটেরিয়া সেগুলো কে মেরে ফেলে। এবং ত্বকের দৌলাক্ত ভাব দূর করে।

তাই আপনি যদি, ৭ দিনে ব্রণ দূর করার উপায়, সম্পর্কে সম্পর্কে জেনে একটি মাত্র সাত দিন একই নিয়মে ব্যবহার করেন, তাহলে ৭ দিনেই ফলাফল মিলবে ইনশাল্লাহ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post