ব্রণ দূর করার ইসলামিক উপায়

ব্রণ দূর করার ইসলামিক উপায়

ব্রণ দূর করার ইসলামিক উপায় - শুধু ব্রন নয় সব ধরনের রোগ থেকে মুক্তি লাভে পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর বিধানকে জানা এবং যথাযথ মানার পাশাপাশি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। 

ব্রণ দূর করার ইসলামিক উপায়


ব্রণ বা যে কোন  রোগ-ব্যাধি থেকে শিফা লাভে কয়েকটি আয়াত তুলে ধরা হলোঃ 

এই আয়াতগুলো পাঠের পড়বে সম্পূর্ণ আস্থা এবং আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস রেখে পাঠ করতে হবে।

অর্থাৎ এই আয়াতের প্রতি এবং আল্লাহর প্রতি আপনার আস্থা যত বেশি হবে। আপনার জীবনের যে কোন সমস্যা রোগব্যাধি থেকে মুক্তি পেতে, কোরআনের আমল গুলো তত বেশি কার্যকরী হবে।

ব্রণ দূর করার ইসলামিক আমল ও দোয়া


প্রথম আমল: বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা তিলাওয়াত 

ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ - ﺍﻟﺮَّﺣْﻤـﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ - ﻣَـﺎﻟِﻚِ ﻳَﻮْﻡِ ﺍﻟﺪِّﻳﻦِ - ﺇِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭﺇِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴﻦُ - ﺍﻫﺪِﻧَــــﺎ ﺍﻟﺼِّﺮَﺍﻁَ ﺍﻟﻤُﺴﺘَﻘِﻴﻢَ - ﺻِﺮَﺍﻁَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃَﻧﻌَﻤﺖَ ﻋَﻠَﻴﻬِﻢْ ﻏَﻴﺮِ ﺍﻟﻤَﻐﻀُﻮﺏِ ﻋَﻠَﻴﻬِﻢْ ﻭَﻻَ ﺍﻟﻀَّﺎﻟِّﻴﻦَ – ﺍَﻣِﻴْﻦ - 

দ্বিতীয় আমল: সূরা তাওবার ১৪নং আয়াত 
ﻭَﻳَﺸْﻒِ ﺻُﺪُﻭﺭَ ﻗَﻮْﻡٍ ﻣُﺆْﻣِﻨِﻴﻦَ 
উচ্চারণ- ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন। 
অর্থ : এবং মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন। 

তৃতীয় আমল: সুরা ইউনুসের ৫৭নং আয়াত 
ﻭَﺷِﻔَﺎﺀٌ ﻟِﻤَﺎ ﻓِﻲ ﺍﻟﺼُّﺪُﻭﺭِ ﻭَﻫُﺪًﻯ ﻭَﺭَﺣْﻤَﺔٌ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ 
উচ্চারণ : ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন। 
অর্থ : এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। 

চতুর্থ আমল: সুরা নহলের ৬৯ নং আয়াত 
ﻳَﺨْﺮُﺝُ ﻣِﻦْ ﺑُﻄُﻮﻧِﻬَﺎ ﺷَﺮَﺍﺏٌ ﻣُﺨْﺘَﻠِﻒٌ ﺃَﻟْﻮَﺍﻧُﻪُ ﻓِﻴﻪِ ﺷِﻔَﺎﺀٌ ﻟِﻠﻨَّﺎﺱِ উচ্চারণ : ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি। 
অর্থ : তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। 

পঞ্চম আমল: সুরা শুআরার ৮০ নং আয়াত 
ﻭَﺇِﺫَﺍ ﻣَﺮِﺿْﺖُ ﻓَﻬُﻮَ ﻳَﺸْﻔِﻴﻦِ 
উচ্চারণ : ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি। 
অর্থ : যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন। 

ষষ্ঠ আমল: সুরা বনি ইসরাঈলের ৮২নং আয়াত 
ﻭَﻧُﻨَﺰِّﻝُ ﻣِﻦَ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﻣَﺎ ﻫُﻮَ ﺷِﻔَﺎﺀٌ ﻭَﺭَﺣْﻤَﺔٌ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ 
উচ্চারণ : ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতিুল লিলমু’মিনি-ন। 
অর্থ : আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। 

এছাড়াও, হাদিসে এসেছে কোন ব্যক্তি উত্তমরূপে অজু করলে আল্লাহ তা'আলা তার চেহারার সৌন্দর্য ও নূর বাড়িয়ে দেন।

খারাপ কাজের যেমন বদ আছর চেহারার উপরে পড়ে।
ঠিক তেমনি ভাবে ভালো কাজের বা ভালো আমলের ছাপ চেহারার মধ্যে পড়ে। 

তাই চেহারার সৌন্দর্য ধরে রাখতে বেশি বেশি ইসলামিক আমল করুন। পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করুন।

উপরোল্লিখিত, আয়াতগুলো একবার তিলাওয়াত করে একটি পানিভর্তি পাত্রে দম করে, পানিটি পান করলে আল্লাহ তাআলা ব্রণ ছাড়াও জটিল ও কঠিন রোগ থেকে তার বান্দাদের হিফাজত করবেন।


শেষ কথা: ব্রণ দূর করার ইসলামিক উপায় সম্পর্কে আলোচনা করেছি আশা করছি আপনারা উক্ত আমলটি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে করলে উপকার পাবেন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post